
জীবন পথে চলতে চলতে
আমি রাজিব শাহ। বর্তমানে আমি একজন মুক্তপেশাজীবী লেখক হিসেবে কাজ করছি। সফল কিনা জানি না, কিন্তু শান্তিময় একটি জীবন অতিবাহিত করছি। সফল হবার চেষ্টা করিনি কখনও, সব সময় চেষ্টা করেছি একটি সার্থক জীবন অতিবাহিত করবার। পৃথিবীতে সামান্য হলেও কিছু অবদান রাখার। কিন্তু আমার জীবনের চলার পথটি মোটেই মসৃণ ছিল না।
আমার এই দুঃসময় আমাকে নতুন প্রেরণা দিয়েছে। আমি অনুধাবন করতে পেরেছি, জীবন যখন আমাদের নিচের দিকে টানতে থাকে, সে অবস্থায়ও সব ভেঙেচুরে উঠে আসা যায়, বুক ভরে নিশ্বাস নেওয়া যায়। আমি আবার নতুন করে শিখলাম, শূন্যতার মাঝেও খুঁজে নিতে হয় আনন্দ, শূন্যতাকে অর্থবহ করে তোলা মাঝেই নিহিত জীবনের পরিপূর্ণতা । আমাদের সফলতাই আমাদের কেবল একমাত্র পরিচয় নয়, আমরা কিভাবে যুদ্ধ করে মাথা উঁচু করে বেঁচে আছি সেটাই গুরুত্বপূর্ণ।
জীবন দর্শন
আয়নার ভিতরে আসলে কিছু থাকে না। আয়নার ভিতরে আমরা যা দেখতে চাই, প্রকৃতপক্ষে তাই দেখতে পাই। আমাদের জীবনটা আসলে তেমন, যা আমরা জীবনে পেতে চাই, জীবন আমাদের তাই দেয়। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তাই শিখেছি। আমাদের অনুধাবন করেতে হবে জয়ী হবার জন্য মানুষের জন্ম হয়নি। মানুষের জন্ম হয়েছে ভালবাসার জন্য। সকলকে পরাজিত করে নিজে জয়ী হওয়ার নাম জীবন নয়, জীবন হল সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। আমাদের জীবনবোধের এই ইতিবাচক পরিবর্তন আমরা যতদিন না করতে পারছি, আমাদের মানব সভ্যতার এই বিস্তার প্রকৃতভাবে অর্থহীন হয়ে পরবে। অর্থনৈতিক উন্নয়ন হয়ত হবে, কিছু সুবিধাবাদী মানুষের সুযোগ বিস্তার হবে, কিন্তু সামগ্রিকভাবে সকলের জন্য বিকাশ কখনও সম্ভব হবে না ।
ভবিষ্যৎ পরিকল্পনা
আমি নিজে সবসময় নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করি। মনে রাখতে হবে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে বিশ্ব জুড়ে। অনলাইনে মুক্ত পেশাজীবী হিসেবে কাজ করতে হলে আমাকে সব সময় নতুন দক্ষতা অর্জন করতে হয়। আমি এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই ।
আমার যতটুকু স্কিল আছে আমি প্রতিনিয়ত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজের স্কিল আরও বহু গুনে বাড়াতে চাই । আমি মূলত নিজে একা কাজ করি। প্রয়োজন হলে পার্ট-টাইম বেসিসে কিছু মানুষ নিয়োগ করি। ইচ্ছে আছে স্থায়ী ভাবে কিছু মানুষ নিয়োগ করে একটি টিম গঠন করা।
এছাড়া আমি এবং আমার সহধর্মিণী ভ্রমণ করতে ভালবাসি। তাই ভ্রমণ বিষয়ে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি সম্প্রতি। ফটোগ্রাফি করতাম শখ করে। এখন ভিডিওগ্রাফি এবং ভিডিও এডিটিং শিখছি। আমার ভ্রমণ এবং প্রবন্ধ সাহিত্যগুলো প্রকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম গঠনের কাজ করছি।
জীবনে সবসময় নিজের যা ভাল লেগেছে তাই করার চেষ্টা করেছি। বাধা পেয়েছি অনেকবার, তবে থেমে যাইনি কখনো। বার বার উঠে দাঁড়িয়েছি। আমার চলার পথ কখনই মসৃণ ছিল না। কখনো পৃথিবীর সাথে, কখনোবা নিজের সাথে যুদ্ধ করতে হয়েছে আমাকে বারবার। তাই আমাদের সকলের উচিত আমাদের জীবনের বাধা-বিপত্তি থেকে প্রেরণা নেয়া। জীবনে বাঁধা আসবেই, কিন্তু আমাদের থেমে গেলে চলবে না। সামনে এগিয়ে যাওয়ার নাম হল জীবন।
হোক যুক্তির চর্চা, আসুক বুদ্ধির মুক্তি, উন্মোচিত হোক সুপ্ত স্বপ্ন গুলো। চলুন উন্মুক্ত করি পৃথিবীর বন্ধ দ্বার । নিজ সত্ত্বাকে যুক্ত করি প্রকৃতির বিশাল প্রান্তরের সাথে।
— রাজিব শাহ —
