বলব না, অপেক্ষা করো
সবুজে ঘেরা নিভৃত বনে
যেখানে জল ময়ূরের ডানায়
স্বপ্নেরা খেলা করে;
তোমাকে দাঁড়িয়ে থাকতে বলব না
তুষার শুভ্র পাহাড়ে
যেখানে বত্তিচেল্লির হাত ধরে
ভেনাসের পুন আবির্ভাব ঘটে;
বসে থাকতে বলব না
শ্যাওলায় মোড়ানো দীঘির পারে
যেখানে হংস বলাকার পালকে
সময় থমকে থাকে;
শুধু বলব, নিমগ্ন থেকো
আগলে রেখো
ভালোবাসার দুটি নীল পদ্ম