ঝিরিঝিরি বাতাসে জোনাকির মেলা
আবেগী দুটি মনের নিরন্তর ছেলেখেলা
আলতো করে ছুঁয়ে দেয়া তোমার চোখের পাতা দুটো
দুষ্টু হাতের মিষ্টি ছোঁয়ায় চুল গুলো এলোমেলো
গোপন কথা রইল না আর গোপন
দুরন্ত প্রেমের প্রবল বেগে উন্মোচিত আজ দুটি মন
সমস্ত কিছু উজার করেও রইল বাকি কিছু
আছে শুধু ভালোবাসা, নেবে?
নাও সবটুকু