হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

ফিরে এসো

আকাশের চাঁদ

অথবা এক মুঠো নিমগ্ন মুহূর্ত

তোমার অপেক্ষায় ভুলেছে ঘুম।

তুমি ফিরবে বলে

নির্জন চাঁদের সবটুকু আলো

অথবা নীল গোলাপের ভালোবাসা মাখানো সুবাস

রয়েছে শুধু তোমার অপেক্ষায়।

সীমাহীন শূন্যতা কিংবা নিদ্রাহীন রাত হয়ে নয়

ফিরে এসো মেঘেদের দল হয়ে

অথবা মাঘের শিশির হয়ে

ফিরে এসো ভেনাসের জন্মের মধ্য দিয়ে বত্তিচেল্লির হাত ধরে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন