তোমার নিমন্ত্রণ পূর্ণিমাতে যখন সকল তিথি পূর্ণ হবে
উদাস হাওয়ায় ভেসে ভেসে মেঘেরা তখন খানিক জুড়াবে।
যূথী বনের ওপাশ থেকে জোছনার আলো দেবে উঁকি
নিভৃত অন্ধকার রবে শুধু তোমার অপেক্ষায় নিমগ্ন।
বুনফুলের আবেশ এঁকে দেবে তোমার দুচোখে মুগ্ধতা
অনুভবের অনুরণনে রবে শুধু এই প্রেমময়তা।