চলো অন্য কোন জীবনে, অন্য কোন ভুবনে,
যেখানে অনন্ত কাল ধরে ঝরছে ভালোবাসার বৃষ্টি,
যেখানে স্বপ্নেরা উড়ছে রঙিন মেঘ হয়
তোমার আকাশ হাজার রঙে রাঙিয়ে দিতে।
সেখানে আমি অকৃত্রিম ক্ষুধা হবো না তোমার
যা আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখবে তোমাকে,
বরং স্মৃতি হবো শুভ্র আলোর জোছনা রাতের
যা তোমার আত্মাকে ধরে রাখবে।