হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

দ্বিতীয় সত্ত্বা

তোমার নিজের মাঝে খুঁজে পাবে তোমার এক সত্ত্বা

যে প্রাসাদ তুমি নির্মাণ করেছ তা তোমার আর এক সত্ত্বার ভিত্তি

সেই ভিত্তি থেকে জন্ম নেবে তোমার দ্বিতীয় সত্ত্বা।

মনে রেখো আর একটি সূর্যোদয় হবে

এবং তৈরি করবে তোমার বিকল্প ছায়া

হয়ত মিলিয়ে যাবে অন্য কোন দুপুরে,

জীবন যখন ক্লান্ত হয়ে পরবে

খুঁজে নিয়ো শব্দহীন শব্দের কান্না ।

কুয়াশাজড়ানো বাসনা থেকে জন্ম নেবে তোমার স্বপ্নেরা

অগণিত অসীম স্বপ্নেরা ছড়িয়ে পরবে আকাশে

বিস্তৃত হবে নীল থেকে নীলে।

অতঃপর প্রতীক্ষার অবসান হবে

নতুন প্রতীক্ষার সূত্রপাতের মধ্য দিয়ে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন