ফ্যাসিবাদের দোসর রাজনৈতিক দল এবং তাঁদের ছাত্রসংগঠন গুলোর রাজনীতি করার অধিকার নেই, কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং পাকিস্তানী সেনাদের দোসরদের রাজনীতি করা এবং দেশ পরিচালনা করার অধিকার নিশ্চয়ই রাখতে হবে।
চারপাশের শত শত নাক উঁচু জাজমেন্টাল টক্সিক ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আলোচনার চেয়ে একজন সাধারণ প্রাণখোলা অকৃত্রিম মানুষের সাথে এক বিকেল আড্ডা দেওয়াটা অনেক বেশি প্রশান্তির।
মুর্খদের সাথে তর্ক করতে গেলে আপনাকেও মুর্খদের পর্যায়ে নেমে যেতে হবে। তাই উত্তম হল এদের সাথে তর্ক না করা। তাই ঠিক করেছি কোন বিষয়ে কারো সাথে তর্ক করব না। যে যা বলবে শুধু শুনে যাবো। একটুকরো স্মিত হাসি আর শুভেচ্ছা সকলের জন্য।