হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

ভিন্ন মত, ভিন্ন পথ বিকশিত হোক

তাহলে কি আমার কথা আপনার পছন্দ না হলে আপনি আমাকে অপদস্ত, হেনস্থা, অপমান বা মারধর করার অধিকার পেয়ে যাবেন? হোক তিনি হিরো আলম বা আওয়ামী লীগের নেতা, তিনি মুক্তিযোদ্ধা হোন বা সাধারণ নাগরিক, তরুণ হোক বা প্রবীণ, মতের সাথে মিল না হলে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা কখনও গ্রহণযোগ্য নয় । অনেকে বলবেন এইসব ব্যক্তি ফ্যাসিবাদের সুবিধাভোগী, হয়তো কাল একটা নতুন ভিডিও আসবে যেখানে দেখানো হবে তাঁরা পুর্বে কি কি অপকর্ম করেছেন। কিন্তু এসব কোন কিছু তাদেরকে রাস্তায় বা আদালত প্রাঙ্গণে নিপীড়ন করবার বৈধতা দেয় না। তিনি যদি আপনার কাছে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেবার জন্য তিন লক্ষ টাকা নিয়ে থাকেন, তাহলে আপনি সমান ভাবে দোষী। কারণ এতে প্রমাণিত হয় যে আপনারাও টাকা দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিনে মানুষকে প্রতারিত করেন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধার প্রতি এমন জঘন্য আচরণের তীব্র প্রতিবাদ জানাই।

আমি যা শুনতে চাই না তা অন্যকে বলার সুযোগ করে দেয়া হচ্ছে গণতন্ত্র। বাকস্বাধীনতা মানে শুধু অন্যের কাছ থেকে “ম্যাজিকাল লেডি”র মত বাহবা শুনবো এমন না। আমার যা শুনতে ভাল লাগে না তা শোনার মত সহনশীল পরিবেশ বজায় রাখা হচ্ছে বাকস্বাধীনতা। ভিন্ন মতকে ভয় দেখিয়ে বন্ধ করা মৌলবাদ। পেশীশক্তির জোরে ভিন্ন মতের কণ্ঠ রোধ করা ফ্যাসিবাদের প্রবণতা। আমার বক্তব্য ভাল না লাগলে, আপনি পালটা বক্তব্য দিন। আমার যুক্তি খণ্ডনে আপনার যুক্তি পরিবেশন করুন। আমার লেখা পছন্দ না হলে, আপনার লেখা দিয়ে তা প্রতিষ্ঠাপন করুন। কিন্তু আমাকে হত্যা করবার কোন অধিকার আপনার নাই।

অনেকে বলবে এমন কোন অপরাধ তো করে নাই। কিছু চড় থাপ্পড় মেরেছে। খুন তো করে নাই। যেকোন লঘু অপরাধ গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কেউ একদিনে ধর্ষক হয়ে যায় না। যখন একজন রাস্তা ঘাটে ইভ টিজং করে প্রশ্রয় পায় বা কোন শাস্তি পায় না তখনই ধীরে ধীরে সে একদিন বীভৎস ধর্ষক হয়ে ওঠে। আজ চড় মেরেছে, কাল গুলি করতে দ্বিধা করবে না। আমরা সমন্বয়ক এবং উপদেষ্টাদের কাছে থেকে শুধু সুন্দর সুন্দর কথা শুনতে চাই না। সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুনতে চাই, সুবিধাবাদীদের মত বিতর্ক এড়াতে নীরবতা চাই না, অপরাধের বিরুদ্ধে তাঁদের কার্যকর কঠোর পদক্ষেপ দেখতে চাই। আশা করব “এসব গত স্বৈরশাসকের অপশাসনের ফল”, “আওয়ামী দালালদের ষড়যন্ত্র”, “ফ্যাসিবাদী সরকারের আমলে এর চেয়েও ভয়াবহ অন্যায় হয়েছে” এসব বলে সমস্যা গুলো এড়িয়ে যাবেন না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন