হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

মানুষের প্রতিহিংসা

কার্তিক মাসের প্রথম সকাল। কি চমৎকার ভাবে না শুরু হল। কিন্তু মানুষের প্রতিহিংসা, দ্বেষ, অজ্ঞতা, হীনতা, আর ক্ষোভের চাপে রৌদ্রজ্জ্বল দিনটি আর আলোকিত থাকলো না যেন। খবরে শুনলাম কিছু জাতীয় দিবস বাতিল করা হয়েছে। আমিও মনে করি কিছু অহেতুক দিবস বিগত সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছিল নিজ স্বৈরাচারী ক্ষমতাবলে। কিন্তু তাই বলে ৭ মার্চ আমাদের জাতীয় দিবস থাকবে না ? এটা কোন কথা হল ! আমার সন্দেহ হচ্ছে এসব যারা করছে তাঁরা কি নিজ অজ্ঞতা থেকে করছে নাকি কোন গভীর কূট-কৌশলের প্রক্রিয়ার অংশ এসব?

অনুগ্রহ করে “নির্মোহ” ভাবে ইতিহাস লেখার আগে নিজে ভাল ভাবে ইতিহাস জানুন। আর ইতিহাস লেখার দায়িত্ব কারা দিয়েছে আপনাদেরকে ? আইন-শৃঙ্খলার চরম অবনতি, অকাতরে বিনা বিচারে হত্যা, দ্রব্যমূল্যে আগুন, পাহাড়ের অস্থিরতা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, দূর্বল প্রশাসন সহ বহু বাস্তব সমস্যা আছে যা আমাদের প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে। অনুগ্রহ করে সেসব সমস্যা সমাধানে মনোযোগী হোন। নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের ব্যর্থতা ঢাকতে ইতিহাসের মীমাংসিত বিষয়ে প্রশ্ন তুলে মানুষের দৃষ্টি অন্য দিকে নেবার পাঁয়তারা বন্ধ করুন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন