শান্ত সকাল, বিষন্ন মেঘ, আচমকা বাতাস, ঝুম বৃষ্টি
অলস চায়ে ছোট্ট চুমুক, লুচি, দম, আর রসগোল্লা মিষ্টি
ঠাকুর মশাই, এসরাজের সুর, সবুজ পাতায় উদাসী মন
অস্থির প্রজাপতি আর দুরন্ত ফড়িং যেন অনিরুদ্ধ প্রতিটি ক্ষণ
দুষ্টু কচ্ছপ, বোকা বিড়াল, রঙিন মাছ, উদ্বিগ্ন পাখির ভেজা পাখা,
হলে মন্দ নয় ইলিশ-খিচুড়ি কিংবা সরিষা তেলে চানাচুর মাখা