হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

চলো লাল-নীল ফুল আঁকি

– কাল নাকি রাস্তায় অনেক মানুষকে জামা-কাপড় খুলে উলঙ্গ করে রাস্তায় নাচতে বাধ্য করা হয়েছে? বয়স্ক মানুষদের কানে ধরে উঠ-বস করানো হয়েছে। জনে জনে মোবাইল চেক করেছে, গাড়ি-ব্যাগ তল্লাসি করেছে? সাংবাদিকদের নাকি ছবি আর ভিডিও করতে নিষেধ করছে, জানেন কিছু?

– আরেহ ভাই এসব কিছু না। গত ১৫ বছরে যত অনাচার, অত্যাচার হইছে। এরা মানুষকে যে নির্যাতন করছে। তাঁর জন্য এসব এদের প্রাপ্য।

– পোলাপান নাকি ১৫ আগস্টের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আর ধানমন্ডি ৩২ এ লুঙ্গি ড্যান্স দিছে, দেখেছেন? অনেকে বলছে এসব নাকি শোভনীয় নয়।

– স্বাধীন দেশে গান বাজায় নাচবে, এতে সমস্যা কি? আর বাকশালী মুজিবের জন্য কি মরাকান্না করতে হবে নাকি?

-জানেন রোকেয়া প্রাচী নাকি বঙ্গবন্ধুর বাড়ির ধ্বংসস্তূপ দেখে কেঁদেছেন। বলেছেন, এই বাড়ির সাথে সমগ্র বাঙালি জাতির ইতিহাস জড়িত। একদিন জাতি হয়তো বুঝবে কী অপূরণীয় ক্ষতি হয়ে গেলো আমাদের।

-সব ন্যাকামি ভাই। অভিনেত্রীর যত মায়াকান্না।

-শুনলাম সোহেল তাজ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। বলেছেন বঙ্গবন্ধু তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তিনি সকল রাজনীতির উর্ধে। তিনি বিবেকের তাড়নায় এসেছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে।

-দালাল ভাই, দালাল। সব শালা স্বৈরাচারী হাসিনা সরকারের দালাল।

-ঠিক বলেছেন ভাই সবাই ফ্যাসিবাদী হাসিনা সরকারের সুবিধাভাগী গোষ্ঠী। এরা সব মিথ্যার বেসাতী নিয়ে বসেছে। সব সত্য তো আমরা বলছি। যা কিছু সুন্দর, যা কিছু সত্য সব তো আমরা এনেছি। তৃতীয়পক্ষের সকল ষড়যন্ত্র প্রতিরোধে আরও কঠোর কর্মসূচী দেয়া প্রয়োজন।

চলেন আমরা বরং দেয়ালে দেয়ালে লাল-নীল ফুল আঁকি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন