আহা! মোরা পরিবর্তনকামী,
সংগ্রাম করে বদলে ফেলি রাষ্ট্রের যত নোংরামি ।
বিধর্মীর লেখা জাতীয় সঙ্গীত কিংবা একপক্ষীয় সংবিধান,
সব কিছু বাতিল করে গাইবো আজ বিজয়ের গান।
চেতনা, আবেগ, যুক্তিবাদ তো মতলববাজ সুশীলদের হাতিয়ার,
ওসব বেহুদা অনুভুতি কতল করে প্রতিষ্ঠা করি ইনসাফ।
বিপ্লবী দেশপ্রেমিক মোরা নয়া দিগন্তের দিশারী,
আমরাই লিখবো ইতিহাস, আমরাই হোবো কাণ্ডারী।
পুরোনো ইতিহাসের প্যানপ্যানানি শোনার আর নাই সময়, নাই পাণ্ডিত্য,
অকর্ম বুদ্ধিজীবী আর অকেজো ইতিহাসবিদদের পদত্যাগই এখন ভবিতব্য।
শয়তান প্রগতিশীলদের কণ্ঠ চেপে চল পরিবর্তন করি দেশটির নাম,
তবেই শান্ত সিগ্ধ নির্মল বাতাসে সুবাস ছড়াবে মোদের মৌলস্তান ।