হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

প্রিয় রবি ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর, একটি ভালবাসার নাম। প্রতিটি বাঙালির প্রথম প্রেম হয়তো রবি ঠাকুর। আমরা স্বীকার করি বা না করি বাঙালির কর্মে, চিন্তায়, মেধা, মননে বোধকরি তিনি চিরদিন জাগ্রত হয়ে থাকবেন । তাঁকে অস্বীকার করবার কোন উপায় আছে কিনা আমার জানা নেই।

আমি প্রচণ্ড রকম রবীন্দ্র প্রেমী একজন মানুষ। দৈনন্দিন কাজ হোক বা কোন বিশেষ উপলক্ষ – রবীন্দ্রনাথ যেন সবটুকু জুড়ে অবস্থান করেন। তাঁর প্রতি প্রেম মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করে না, বরং মুক্ত করে সকল বাঁধন থেকে। তিনি যেমন রয়েছেন প্রেমে, তেমনি বিরহে, রয়েছেন একাকীত্বে, উৎসবে, আনন্দে, কল্লোলে, হতাশায়, দুঃখে, মায়ায়, সংগ্রামে, প্রতিবাদে, প্রশান্তিতে, বিশ্বাসে, প্রেরণায় । দিনের শুরু থেকে শেষ অবধি রবীন্দ্রনাথ ছাড়া কল্পনা করা কষ্টসাধ্য।

কিছুদিন হল রবীন্দ্রনাথকে নিয়ে অনলাইনে নানা মন্তব্য দেখতে পাওয়া যাচ্ছে। তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন । তাঁর কর্ম নিয়ে সমালোচনা হতেই পারে। তিনি সমালোচনার উর্ধ্বে নন। যৌক্তিক সমালোচনা সব সময় সাদরে গৃহীত হয়। কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ কখনও কাম্য নয়। শ্রদ্ধেয় হুমায়ুন আজাদ রবীন্দ্রনাথকে নিয়ে খুব সুন্দর কিছু কথা লিখে গিয়েছিলেন, “প্রতিক্রিয়াশীল নষ্টরা অনেক লড়াই করেছে তাঁর (রবীন্দ্রনাথ) সাথে, পেরে ওঠে নি; তাঁকে মাটি থেকে বহিষ্কার করা হলে তিনি আকাশ হয়ে ওঠেন; জীবন থেকে তাঁকে নির্বাসিত করা হলে তিনি রাজত্ব প্রতিষ্ঠা করেন জাতির স্বপ্নালোকে।“

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন