হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

সত্ত্বা

প্রশ্ন করি নিজের সত্ত্বাকে

উন্মুক্ত হতে পারবে কি

হাজার বছরের এই পুরনো মুখোশের আড়াল থেকে?

সঙ্কীর্ণতার কারাগারে হতে মুক্ত হয়ে

পারবে কি নিতে জীবনের অনুভব ?

দায়বদ্ধতার পাহাড় ভেঙ্গে

স্পর্শ করবে কি জীবনের সুবাতাস ?

অন্ধকার বনের স্তব্ধ সময়কে চুরমার করে

উপলব্ধি করবে কি জীবনের ছুটে চলা ?

নিত্যকার ছকে আবদ্ধ নিজেকে

দেবে কি এক মুঠো সোনালী রোদ্দুর?

তবে চল আজ আবার নিজেকে খুঁজি

নিজেকে আবিস্কারের নেশায় মাতাল হই আবার

নিঃশেষ হোক নিজের সত্ত্বার সাথে

নিজের অবিরাম দ্বন্দ্ব 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন