প্রশ্ন করি নিজের সত্ত্বাকে
উন্মুক্ত হতে পারবে কি
হাজার বছরের এই পুরনো মুখোশের আড়াল থেকে?
সঙ্কীর্ণতার কারাগারে হতে মুক্ত হয়ে
পারবে কি নিতে জীবনের অনুভব ?
দায়বদ্ধতার পাহাড় ভেঙ্গে
স্পর্শ করবে কি জীবনের সুবাতাস ?
অন্ধকার বনের স্তব্ধ সময়কে চুরমার করে
উপলব্ধি করবে কি জীবনের ছুটে চলা ?
নিত্যকার ছকে আবদ্ধ নিজেকে
দেবে কি এক মুঠো সোনালী রোদ্দুর?
তবে চল আজ আবার নিজেকে খুঁজি
নিজেকে আবিস্কারের নেশায় মাতাল হই আবার
নিঃশেষ হোক নিজের সত্ত্বার সাথে
নিজের অবিরাম দ্বন্দ্ব