হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

প্রেম

চৈত্রের শেষ প্রহরে,

যখন কালো মেঘের দল

অভিমান করে ছিল আকাশের সাথে,

তখন তোমার আমার মাঝের

দূরত্বের সীমারেখা মুছে দিতে

যেন নেমে এলো বৃষ্টির দল ।

বসন্তের এই সন্ধ্যায়,

যখন কালবৈশাখীর তাণ্ডবে

নগর জীবন বিধ্বস্ত,

তখন মাতাল করা ঝরো হাওয়ায়

ভেসে এলো তোমার নীরব চিঠি।

হটাৎ উন্মাতাল করা এই বৃষ্টিতে,

ভিজে গেল মন, ভিজে গেল ঘাস,

ভিজে গেল প্রেম, আঁকাবাঁকা পথ।

চল আজ

বৃষ্টির ফোঁটায় পা রেখে

ভেসে চলি দূর সীমানায়,

যেখানে প্রিয়তমকে ভালবাসতে

নেই কোন সংস্কারের বারণ।

যেখানে প্রেমের আবেগ

খুঁজে নেবে জীবনে কারণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন