হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

স্পর্শ

শহর জুড়ে কোলাহল ছিল, 
কিন্তু আমাদের দু চোখে ছিল তীব্র ভালবাসা
ছিল নিত্যকার ব্যস্ততা
আর ক্লান্ত জীবনের রুটিন।
তুমি যেন এলে বসন্তের মাতাল বাতাস হয়ে
আমাকে ভাসিয়ে দিলে ভালোবাসার মোহে,
ডুবিয়ে দিলে রূপের মধ্যকার অপরূপে
তোমার ঠোঁটের স্পর্শ এখনও লেগে আছে আমার অনুভবে
তোমার নিঃশ্বাসের গন্ধ মিশে আছে আমার শরীরে।
এমন মোহময় সন্ধ্যা আসে নি কখনও আগে,
জানি, আসবে না হয়তো কোন দিন আর।
সেদিন সন্ধ্যায়,
আঙ্গুলে ছিল তোমার আঙ্গুলের স্পর্শ
চোখে ছিল সর্বস্ব দিয়ে পাবার আকাঙ্ক্ষা
কথা দিয়েছিলাম, আমার সবটুকুই তোমার জন্য, প্রিয়। 
বসন্তের কোন এক রাতে
যখন রাতের ঘুম গুলো হারিয়ে যাবে,
রজনীগন্ধা ছড়াবে তার সুবাস নিস্তব্ধ রাতে,
আমার অনুভূতি গুলো স্পর্শ করবে তোমায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন