যখনই ঈর্ষাকাতর মানুষেরা ধ্বংস করতে ব্যস্ত পৃথিবীর যা কিছু সুন্দর,
প্রেমহীন উন্মত্ত লোভে নষ্ট করতে চায় সমস্ত রঙিন স্বপ্ন গুলো,
অলীক উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেয় দুর্গন্ধযুক্ত সমাজে;
তখন সবুজ বাতিঘর হতে ভেসে আসা লাল জোনাকির মত
নিয়ত প্রাণস্পন্দনে জাগিয়ে তোলে,
আগুনের পরশমনি হয়ে আসা,
এইসব কৃষ্ণচূড়া ফুল !