হোক ইচ্ছের বহিঃপ্রকাশ...

কৃষ্ণচূড়া

যখনই ঈর্ষাকাতর মানুষেরা ধ্বংস করতে ব্যস্ত পৃথিবীর যা কিছু সুন্দর,

প্রেমহীন উন্মত্ত লোভে নষ্ট করতে চায় সমস্ত রঙিন স্বপ্ন গুলো,

অলীক উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেয় দুর্গন্ধযুক্ত সমাজে;

তখন সবুজ বাতিঘর হতে ভেসে আসা লাল জোনাকির মত

নিয়ত প্রাণস্পন্দনে জাগিয়ে তোলে,

আগুনের পরশমনি হয়ে আসা,

এইসব কৃষ্ণচূড়া ফুল !

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

অন্যান্য লেখা গুলো পড়ুন